Uncategorized
চাঁদা না দেয়ায় চালককে বেধড়ক মারপিট, বরখাস্ত হলেন পুলিশের এসআই

চাঁদা না দেয়ায় চালককে বেধড়ক মারপিট, বরখাস্ত হলেন পুলিশের এসআই

চাঁদা না দেয়ায় চালককে বেধড়ক মারপিট, বরখাস্ত হলেন পুলিশের এসআই
চাঁদা না দেয়ায় চালককে বেধড়ক মারপিট, বরখাস্ত হলেন পুলিশের এসআই

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার গোলচত্বর এলাকায় পুলিশকে চাঁদা না দেয়ায় বগুড়াগামী বকুল নামে এক ট্রাকচালককে মারধরের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সকাল ৬টা বঙ্গবন্ধু সেতুতে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা।

এ ঘটনায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলমকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিঞা।

জানা যায়, সকালে একটি ট্রাক আটকে তল্লাশির নামে চালকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেন বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার এসআই নুর আলম। এ সময় তাকে চাঁদা না দেয়ায় চালককে বেধড়ক মারপিট করা হয়। এতে ওই চালকের চোখে মারাত্মকভাবে জখম হয়েছে। এ সময় তারা দোষী পুলিশ কর্মকর্তার শাস্তি দাবি করেন।

ওই ট্রাকচালকের চিকিৎসার ব্যয়ভার বহন করার ঘোষণা দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, টাঙ্গাইল জেলার সীমানায় কোনো পুলিশ সদস্য আর কখনোই চাঁদাবাজীর নামে হয়রানি করবে না। এরপরও যদি কোনো সদস্য এমন ঘটনা ঘটায় তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com