চট্টগ্রামে সর্বোচ্চ নমুনা পরীক্ষার দিনে শনাক্ত ১৯২

চট্টগ্রামে সর্বোচ্চ নমুনা পরীক্ষার দিনে শনাক্ত ১৯২

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  চট্টগ্রামে আরো ১৯২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৪৮০ জনে।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ, কক্সবাজার মেডিকেল কলেজ, ইম্পেরিয়াল হাসপাতাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও বিআইটিআইডি থেকে ১০৪৯ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে চট্টগ্রামের ১৯২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

আক্রান্তদের মধ্যে নগরীর ১২১ জন, ফটিকছড়ির ২০ জন, আনোয়ারার ১১ জন, পটিয়ার আটজন, রাউজানের সাতজন, সন্দ্বীপের সাতজন, হাটহাজারীর পাঁচজন, চন্দনাইশের পাঁচজন, সীতাকুণ্ডের চারজন, সাতকানিয়ার দুইজন ও বাঁশখালীর দুইজন রয়েছেন।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন, মারা গেছেন তিনজন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯৯ জন। মারা গেছেন ১৪৪ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com