লোকালয় ২৪

‘ঘাটে এক পিস গাড়িও নেই’

‘ঘাটে এক পিস গাড়িও নেই’

লোকালয় ডেস্কঃ মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলীম বলেন,‘ফেরি পারাপারের জন্য ঘাটে এক পিস গাড়িও অপেক্ষা করছে না। বরং গাড়ির জন্য এ মুহূর্তে পাঁচটি ফেরি ঘাটে অপেক্ষা করছে।’ সোমবার দুপুরে তিনি এভাবেই ঘাটের অবস্থা বর্ণনা করেন।

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে দক্ষিণবঙ্গের ২১ জেলার যাত্রীরা চলাচল করে। সোমবার এ রুটে ১৮টি ফেরি, ৮৭টি লঞ্চ ও পাঁচ শতাধিক স্পিডবোট চলাচল করছে।
বিগত বছরগুলোতে এ ঘাটে যাত্রীদের নানা রকম ভোগান্তি পোহাতে হতো। কিন্তু,এবার রো রো ফেরিসহ ১৮টি ফেরি চ্যানেল দিয়ে ঠিক মতো চলাচল করায় ঘাটে যানবাহন ও যাত্রীদের কোনও ভোগান্তিতে পড়ছে হচ্ছে না। তাছাড়া, প্রশাসনের বেশ কিছু পদক্ষেপও যানবাহন দ্রুত পারাপারে সহযোগী ভূমিকা রাখছে।
বেলা সাড়ে ১২টার দিকে ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলীম বলেন,‘সকাল থেকে মোটরসাইকেলসহ কমপক্ষে ২ হাজার যান পারাপার করা হয়েছে। যাত্রীরা আনন্দের সঙ্গে ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছে।’