লোকালয় ২৪

গ্রামটিতে বাড়ি করলেই নগদ ষাট লাখ টাকা!

ব্যতিক্রম ডেস্ক: সুনসান নীরবতা, লোকজন আছে কি নেই বিশেষ ঠাওর করা যায় না। যাবেই বা কিভাবে, গ্রামের লোকসংখ্যা যে বড্ড কম। আর তাই গ্রামের লোকসংখ্যা বাড়াতে এক লোভনীয় উদ্যোগ নিয়েছেন গ্রাম কর্তৃপক্ষ। উদ্যোগটি হলো গ্রামে ফিরে বাড়ি করলেই পাওয়া যাবে নগদ অর্থ! সুইজারল্যান্ডের একটি গ্রামের কথা বলা হয়েছে এখানে। সুইস গণমাধ্যেমের এক প্রতিবেদনে দেয়া হয়েছে এমনই ঘোষণা।

গ্রামের নাম আলবেনিন। সুইজারল্যান্ডে ছোট্ট একটি গ্রাম। বাসিন্দা মাত্র ২৪০ জন। কর্তৃপক্ষ গ্রামের বাসিন্দা বাড়াতে নগদ টাকা ঘোষণা দেয়ার সাথে সাথে চাঞ্চল্য দেখা দিয়েছে। গ্রামে বাড়ি করলেই পাওয়া যাবে বাংলাদেশি টাকায় নগদ ষাট লাখ টাকা! পিছিয়ে পড়া জনশূন্য গ্রামটিকে মূল ধারায় ফিরিয়ে আনতেই কর্তৃপক্ষের এই উদ্যোগ। তবে রয়েছে কিছু নিয়ম ও শর্ত। নাগরিকদের আলবেনিনে স্থায়ীভাবে বাস করতে হবে, আর বয়স হতে হবে ৪৫ বছরের কম। এটি হচ্ছে প্রথম শর্ত, এছাড়াও নির্দিষ্ট পাউন্ডের বাড়ি বা জায়গা কিনতে হবে।

বাঁধা নিয়মের বেড়াজালে থেকেও অনেকে আগ্রহী হয়ে উঠেছেন। কারণ পাহাড় আর নদীর শান্ত পরিবেশ আকর্ষণের কেন্দ্র বিন্দুও বটে।