লোকালয় ২৪

গ্যাসের আগুনে একই পরিবারের ৫জন দগ্ধ

লোকালয় নিউজ : রাজধানীর মুগদার মানিকনগরে একটি বাসায় গ্যাসের লাইনের লিকেজ থেকে ছড়িয়ে পড়া আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

অগ্নি দগ্ধরা হলেন-মাছ ব্যবসায়ী শিফর আলী (৫০), তার মেয়ে তানজিলা (২১), ছেলে আল আমিন (১৯), মুরাদ (১২) ও আত্মীয় রনি (১৯)। তাদের গ্রামের বাড়ী কুমিল্লা জেলার তিতাস উপজেলার বালুয়াকান্দী গ্রামে।

ছিফর আলীর ভাতিজ ঈমান আলী জানান, মানিকনগর কুমিল্লাপট্টির ২৮ নম্বর বাসার ২য় তলা থাকে তারা। বাসার ভিতর গ্যাস পাইপ লিকেজ থেকে গ্যাস ছড়িয়ে পড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন ধরে যায় বাসায়। এতে তারা ৫ জন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল সিকদার জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে ফ্যানের মধ্যে আগুন ধরে যায়। পরে ফ্যানটি খসে পড়লে বাসায় আগুন ধরে যায় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।