সংবাদ শিরোনাম :
গোটা উত্তরাঞ্চল ফোর লেনের আওতায় চলে আসবে: সেতুমন্ত্রী

গোটা উত্তরাঞ্চল ফোর লেনের আওতায় চলে আসবে: সেতুমন্ত্রী

গোটা উত্তরাঞ্চল ফোর লেনের আওতায় চলে আসবে: সেতুমন্ত্রী
গোটা উত্তরাঞ্চল ফোর লেনের আওতায় চলে আসবে: সেতুমন্ত্রী

লোকালয় ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি আশা করছি আগামী রমজানের ঈদে জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত সড়কে আর কোনও সমস্যা থাকবে না, যানচলাচল স্বাভাবিক হবে। এর মধ্যে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ফোরলেনের রাস্তার কাজের আমরা চুক্তি করেছি। এর জন্য ১২হাজার কোটির টাকার মতো বরাদ্দ হয়েছে। বৃহস্পতিবারও সাসেক-২ (সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন) প্রজেক্টের একটা চুক্তি করেছি। এরপর আমাদের সাসেক-৩ তে আসবে পঞ্চগড় থেকে বর্ডারের বুড়িমারী পর্যন্ত ফোরলেনের কাজ। এতে গাজীপুরের জয়দেবপুর থেকে গোটা উত্তরাঞ্চল ফোর লেনের আওতায় চলে আসবে।’

শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ী ফ্লাইওভারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে মন্ত্রী এসব কথা বলেন।
চন্দ্রা ও কোনাবাড়ি ফ্লাইভারের কাজ আগামী এপ্রিলের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘এর মধ্যে কালিয়াকৈরের লতিফপুর ও টাঙ্গাইলের ধেরুয়া রেলওভার ব্রিজের কাজ শেষ হয়েছে। আমি আশা করছি কোনাবাড়ি, চন্দ্রা ফ্লাইওভার ব্রিজ এবং লতিফপুর ও ধেরুয়া রেলওভার ব্রিজগুলো আগামী রোজার আগে আমরা যানচলাচলের জন্য উম্মুক্ত করে দিতে পারবো।’

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজাদ মিয়া, ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, সাসেক প্রকল্পের পরিচালক ইছহাক এবং স্থানীয় প্রশাসন এবং সড়ক ও জনপদের কর্মকর্তারা। পরে মন্ত্রী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ পরিদর্শনে যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com