সংবাদ শিরোনাম :
গেট বন্ধ থাকায় বাড়ছে না খোয়াই নদীর পানি

গেট বন্ধ থাকায় বাড়ছে না খোয়াই নদীর পানি

গেট বন্ধ থাকায় বাড়ছে না খোয়াই নদীর পানি
গেট বন্ধ থাকায় বাড়ছে না খোয়াই নদীর পানি

লোকালয় ডেস্কঃ ভারতের খোয়াই মহকুমায় অবস্থিত খোয়াই ব্যারেজের খুলে দেওয়া গেট বন্ধ করায় হবিগঞ্জে খোয়াই নদীর পানি বৃদ্ধি বন্ধ রয়েছে। যে কারণে হবিগঞ্জবাসী বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকে অনেকটা মুক্ত বলে মনে করছে পানি উন্নয়ন বোর্ড।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী এমএল শওকত জানান, ভারতের ত্রিপুরা রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের ফলে তাদের ওখানে পানি বৃদ্ধি পায়। এজন্য সোমবার (৭ এপ্রিল) সকালে খোয়াই নদীর বাঁধের গেট খুলে দেয় ভারত। ফলে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বুদ্ধি পেয়ে মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৯টায় বিপদসীমার .৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে ভারত খুলে দেওয়া গেট বন্ধ করে দেওয়ায় পানি বৃদ্ধি বন্ধ রয়েছে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে মনে করছেন তিনি।

এর আগে সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বাল্লা সীমান্তে পানি ছিল ২৩.১২ মিটার। যেখানে বিপদসীমা হল ২১.৮০ মিটার। হবিগঞ্জ শহরের মাছুলিয়া পয়েন্টে পানি ছিল ৯.২০ মিটার। যেখানে বিপদ সীমা ৯.৫০ মিটার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com