লোকালয় ২৪

গুগলকে ৫.৭ কোটি মার্কিন ডলার জরিমানা করেছে ফ্রান্স

গুগলকে ৫.৭ কোটি মার্কিন ডলার জরিমানা করেছে ফ্রান্স

লোকালয় ডেস্কঃ ইউরোপিয়ান ইউনিয়নের অনলাইন গোপনীয়তা নীতিমালা ভঙ্গের দায়ে গুগলকে ৫.৭ কোটি মার্কিন ডলার জরিমানা করেছে ফ্রান্সের ডেটা সুরক্ষা বিভাগ সিএনআইএল। এ ধরনের ঘটনায় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে এটিই সর্বোচ্চ জরিমানা।

ফরাসি নীতিনির্ধারক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ব্যক্তিগত ডেটা কীভাবে ব্যবহার করা হচ্ছে তা গ্রাহকদেরকে স্বচ্ছ ও স্পষ্টভাবে জানাতে ব্যর্থ হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিনটি। আর বিজ্ঞাপনের ক্ষেত্রেও সঠিকভাবে গ্রাহকের সম্মতি নিতে পারেনি তারা– খবর রয়টার্সের।