লোকালয় ২৪

গাজীপুরে আগুনে পুড়ল ১৮৩ বসতঘর  

গাজীপুরে আগুনে পুড়ল ১৮৩ বসতঘর  

স্টাফ করেসপন্ডেন্ট:  গাজীপুর সিটি করপোরেশনের চক্রবর্তী এলাকায় আগুনে পুড়ল শ্রমিক কলোনির ১৮৩টি বসতঘর।

বৃহস্পতিবার ভোর রাতে লাগা আগুনে এ ক্ষয়ক্ষতির শিকার হন ভোক্তভোগীরা।

সাভারের ইপিজেড ও গাজীপুরের কালিয়াকৈর ফায়ার স্টেশনের ৫টি ইউনিটের কর্মীরা সোয়া দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল হামিদ জানান, ভোর রাতে আনোয়ারা বেগমের মালিকানাধীন চক্রবর্তী এলাকায় শ্রমিক কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মূহূর্তেই আগুন আশপাশের আলী হোসেন দেওয়ান, আমজাদ হোসেন, রাহেলা বেগম, লুৎফর রহমান, ফাতেমা বেগমসহ সাতজনের মালিকানাধীন অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ইপিজেড থেকে ৩টি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে সোয়া ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।  আগুনে  টিনের ১৮৩টি ঘর পুড়ে গেছে।  তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।