লোকালয় ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।
২২ এপ্রিল, রবিবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকায় এ ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ‘বিএস পরিবহন’ নামে একটি নৈশকোচ পঞ্চগড় যাচ্ছিল। বাসটি পান্থপাড়ার বকচর এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এদের মধ্যে বাসচালক ও শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
Leave a Reply