লালমনিরহাট প্রতিনিধি: গরুর খামারে রোপন করা গাঁজার তাজা গাছসহ লালমনিরহাট পৌর যুবলীগের সহ সম্পাদক রানা কাজীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় শহরের গোশালা বাজার সংলগ্ন এলাকায় ঐ নেতার গরুর খামার থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, সদর পৌর যুবলীগের সহ সম্পাদক রানা কাজী শহরের গোশালা বাজার মাঠ সংলগ্ন এলাকায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান গরুর খামারে বেশ কয়েকটি গাজার গাছ রোপন করে। এমন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ ঐ গরুর খামারে অভিযান চালিয়ে গাজার গাছসহ যুবলীগ নেতা রানা কাজীকে আটক করে।
লালমনিরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার (আজ) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।