লোকালয় ২৪

গরমের শুরুতেই ত্বকের সজীবতায় শসার ফেস প্যাক

lokaloy24.com

ভিটামিন- সি, এ ও প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ শসা গরমের দিনে আমাদের দেহকে ঠান্ডা রাখে, ত্বকের জন্যও উপকারি। শসার ফেস প্যাকগুলো বাড়িতে খুব সহজেই বানিয়ে নিন। ত্বককে প্রাকৃতিক উপায়ে অনেক বেশি সুন্দর-উজ্জ্বল রাখুন।

শসা ও বেসনের প্যাক

২ চা চামচ বেসন ও ২ চা চামচ শসার রস ভালো করে মিশিয়ে পেস্ট বানান। পেস্টটি ভালো করে মুখে ও গলায় লাগান। হালকা শুকিয়ে গেলে একটু ম্যাসাজ করে পানি দিয়ে ধুয়ে নিন।

শসা ও  আলুর প্যাক  

প্রথমে শসা ও আলুর রস করতে হবে। তারপর একচামচ শসার রস ও একচামচ আলুর রস মেশান ভালো করে। তুলো ভিজিয়ে মুখে ও চোখের চারপাশে লাগান। চোখের চারপাশের কালি দূর করতে ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

শসা ও মধু  

ভালো করে শসার পেস্ট বানান। তারপর তার সঙ্গে মধু মেশান। এই পেস্টটি মুখে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
শসার প্যাক নিয়মিত ব্যবহারে ত্বকের শুষ্কতা থেকে মুক্তি দেবে এবং উজ্জ্বলতা বাড়বে।