লোকালয় ২৪

খোয়াই বাঁধের উপর রাস্তা নির্মাণের কাজ পরিদর্শন করেছেন মেয়র জি, কে গউছ

খোয়াই বাঁধের উপর রাস্তা নির্মাণের কাজ পরিদর্শন করেছেন মেয়র জি, কে গউছ

লোকালয় ডেস্কঃ খোয়াই বাঁধের উপর দিয়ে আরসিসি রাস্তা নির্মাণের ঢালাই কাজ শুরু হয়েছে। শনিবার ঢালাই কাজ পরিদর্শন করেছেন হবিগন্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। তিনি প্রকৌশলীবৃন্দ ও এলাকাবাসী নিয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করেন। হবিগন্জ পৌরসভায় বাস্তবায়নাধীন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো ঊন্নতিকরন সেক্টর প্রকল্পের আওতায় এ কাজ বাস্তবায়ন হচ্ছে। গরুর বাজার হতে কিবরিয়া ব্রীজ পর্যন্ত এ রাস্তার কাজ বাস্তবায়ন করতে ব্যয় হচ্ছে ১ কোটি ২০ লাখ টাকা। মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন, পর্যায়ক্রমে এটি মাছুলিয়া ব্রীজ পর্যন্ত সম্প্রসারিত করা হবে। তিনি বলেন প্রতি বছর বৃষ্টি মওসুমে প্রতিরক্ষা বাধের নাজুক অবস্থার কারনে শহরবাসী আতঙ্কে থাকেন। সেই কথাটি মাথায় রেখেই ইউজিপ-৩ আওতায় এ রাস্তা নির্মানের কাজ হাতে নেয়া হয়েছে। এ রাস্তা বাস্তবায়ন হলে বাধের ঝুকি কমবে। এছাড়াও বাধের উপর রাস্তা হলে নদীর তীরবর্তী পৌরবাসীর চলাচলে অধিক সুযোগ সৃষ্টি হবে। বিকল্প রাস্তা সৃষ্টি হওয়ায় অন্যান্য রাস্তার উপর চাপ কমবে। মেয়রের প্রকল্প এলাকা পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, সহকারী প্রকৌশলী নিরূপম দেরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সকালে এক মোনাজাতে অংশ গ্রহণকরেন মেয়রসহ অন্যান্যরা। এলাকাবাসী খোয়াই বাধের উপর রাস্তার কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে এ রাস্তা নির্মাণের ফলে বাধের ঝুকি অনেকাংশে কমে যাবে।#