লোকালয় ২৪

খুশি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চায় ভারত: ট্রাম্প

খুশি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চায় ভারত: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভারত অবিলম্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে চায়।

১ অক্টোবর, সোমবার এক সাংবাদিক সম্মেলনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মধ্যে বাণিজ্য চুক্তির ঘোষণার পর এ তথ্য জানান ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘প্রাথমিকভাবে ভারত তাকে খুশি করার জন্য বাণিজ্য চুক্তি করতে চায়।’

ডোনাল্ড ট্রাম্প জাপান, ইউরোপিয় ইউনিয়ন, চীন ও ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর যে উচ্চ হারে শুল্ক চাপাচ্ছে বলে ট্রাম্পের অভিযোগ রয়েছে, তা পুনরাবৃত্তি করে সাংবাদিক সম্মেলনে ভারতকে ব্যঙ্গ করে ‘করের রাজা’ বলে বসেন ডোনাল্ড ট্রাম্প।

প্রতিবেদন থেকে আরও জানা গেছে, যেসব ভারতীয় পণ্য যুক্তরাষ্ট্রে চলে তার ওপর একই হারে তিনি শুল্ক চাপাতে চেয়েছিলেন। এরপরই ভারতীয় প্রতিনিধিরা ট্রাম্পকে জানান, ভারত একটি বাণিজ্য চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্রের সঙ্গে।

এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ভারত বাণিজ্য চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্রের সঙ্গে। কারণ, ট্রাম্প কোনোভাবে ‘প্রতিশোধ’ নিক তা ভারত চায় না।