সংবাদ শিরোনাম :
খা‌লেদা জিয়া: হার লাইফ, হার স্টো‌রি’ বইয়ের মোড়ক উন্মোচন

খা‌লেদা জিয়া: হার লাইফ, হার স্টো‌রি’ বইয়ের মোড়ক উন্মোচন

খা‌লেদা জিয়া: হার লাইফ, হার স্টো‌রি’ বইয়ের মোড়ক উন্মোচন
খা‌লেদা জিয়া: হার লাইফ, হার স্টো‌রি’ বইয়ের মোড়ক উন্মোচন

লোকালয় ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। র‌বিবার (১৮ ন‌ভেম্বর) ‌বি‌কা‌লে রাজধানীর গুলশা‌নে লেক‌শোর হো‌টে‌লে এক অনুষ্ঠানে এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ‘খা‌লেদা জিয়া: হার লাইফ, হার স্টো‌রি’ শীর্ষক বইটি লিখেছেন সিনিয়র সাংবা‌দিক মাহফুজ উল্লাহ। ইং‌রে‌জি‌তে লেখা ৭৭১ পৃষ্ঠার এ বইটির মূল্য দুই হাজার টাকা।
অনুষ্ঠানে ডেইলি নিউজ এজ পত্রিকার সম্পাদক নুরুল ক‌বির ব‌লে‌ন, ‘খা‌লেদা জিয়া যখন দ্বিতীয়বার ক্ষমতায় আসেন, তখন তার পাশাপা‌শি এক‌টি প্যারালাল সরকার গ‌ড়ে উঠেছিল, সেই ব্যাপা‌রে আস‌লে তার (খালেদা জিয়া) ম‌নোভ‌ঙ্গি কী ছিল? এই বই‌য়ে তার উত্তর নাই, যা আমা‌দের জানা দরকার।’
তিনি আরও বলেন, ‘‌খালেদা জিয়া কি আস‌লে ম‌নে ম‌নে এটা পু‌রোটা সমর্থন ক‌রে‌ছিলেন? ‌তি‌নি কি নি‌জে কখনও এটা‌কে চ্যা‌লেঞ্জ গ্রহণ ক‌রে‌ছি‌লেন? তি‌নি কি এরম‌ধ্যে বাড়াবা‌ড়ি দে‌খে‌ছি‌লেন? তার কি প্রশ্রয় ছিল? সেসব কার‌ণে আজ‌কে দল ও তা‌কে যেসব বেদনাদায়ক পরি‌স্থি‌তি‌তে যে‌তে হ‌য়ে‌ছে, সেখা‌নে কি তার দায় আছে? না‌কি স‌ঠিক ছিল, যা আমরা ভুল হি‌সে‌বে দেখ‌ছি। এর একটা আলোচনা বইটিতে থাকা উচিত ছিল।’
নুরুল ক‌বির ব‌লেন, ‘খা‌লেদা জিয়ার দু‌টো প্রশংসার দা‌বি দে‌খি। উনা‌কে ভারত অপছন্দ ক‌রেন। তারপরও তার দ‌লের বহু‌ লোক গোপ‌নে ও প্রকা‌শ্যে ভার‌তের নী‌তিনির্ধারক‌দের স‌ঙ্গে কোনও একটা মীমাংসার প্রচেষ্টা চা‌লি‌য়ে যাচ্ছেন। আমি ম‌নে ক‌রি, সেটা জাতীয়তাবাদী শ‌ক্তির ভুল রাজনী‌তি। প্রশ্ন হ‌চ্ছে, এতকিছুর পরও ওই ভদ্রম‌হিলা‌কে ভারত যে বিশ্বাস ক‌রে না, এটাই খা‌লেদা জিয়ার শ‌ক্তি। তার দেশ‌প্রে‌মি‌কের প‌রিচয়।’
সাংবাদিক নুরুল কবির বলেন, ‘দ্বিতীয় প্রশ্নটা হ‌চ্ছে, খা‌লেদা জিয়া বাহুব‌লে রাজা নন, আমি এটা বিশ্বাস ক‌রি না। বাহুব‌লে রাজা হ‌য়ে‌ছি‌লেন এরশাদ। আমার ধারণা, খা‌লেদা জিয়া জন‌প্রিয়তায় ব‌লীয়ান।‌ তি‌নি তার যাত্রা অব্যাহত রে‌খে‌ছেন।’
ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ের শিক্ষক ড. আসিফ নজরুল ব‌লে‌ন, ‘‘সহানুভূ‌তি দি‌য়ে বেগম জিয়ার উত্থান, ত‌বে রাজনী‌তি‌তে অধিকার প্রতিষ্ঠায় এরশাদবি‌রোধী আন্দোলন কর‌তে গি‌য়ে ‘আনপ্যারালাল’ ভাবমূ‌র্তি গ‌ড়ে তু‌লে ছি‌লেন, যা শত প্রতিকূল প‌রি‌স্থি‌তি‌তেও এখনও তি‌নি ধ‌রে রে‌খে‌ছেন। শুধু তা-ই নয়, খা‌লেদা জিয়া একমাত্র নেত্রী, যি‌নি দেশবি‌রোধী কোনও কা‌জে কখনও আপস ক‌রেন‌নি। সবর্দাই দে‌শের প্রয়োজ‌নে, জনগ‌ণের প্রয়োজ‌নে নি‌জে‌কে আত্মনি‌য়ো‌জিত ক‌রে‌ছেন। এখনও অব্যাহত রে‌খে‌ছেন।’
ড. আসিফ নজরুল ব‌লেন, ‘বাংলা‌দে‌শের ম‌ত ‌দে‌শে বা‌য়োগ্রাফি লেখা কষ্টসাধ্য। তারপরও‌ তি‌নি (মাহফুজ উল্লাহ) যে ঝুঁকি নি‌য়ে‌ছেন, সেজন্য শুধু বিএন‌পি নয়, নির‌পেক্ষ সবাইকে তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন কর‌তে হ‌বে, শ্রদ্ধা করা উচিত।’
তি‌নি আরও ব‌লেন, ‘আজ যারা কথায় কথায় গ্রে‌নেড হামলার কথা ব‌লেন, তা‌দেরসহ সবাইকে ভু‌লে গে‌লে চল‌বে না যে বাংলা‌দে‌শে প্রথম খা‌লেদা জিয়ার জনসভায় গ্রে‌নেড হামলা করা হ‌য়ে‌ছে।’
প্রকাশনা অনুষ্ঠা‌নে আরও বক্তব্য রাখেন প্রফেসর লায়লা এন ইসলাম, সা‌বেক রাষ্ট্রদূত আনোয়ার হা‌শিম, অবসরপ্রাপ্ত জজ ও কলা‌মিস্ট ইক‌তেদার আহ‌মেদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com