লোকালয় ২৪

খালেদা জিয়া চাইলে মঙ্গলবার হাসপাতালে নেয়া হবে: কারা মহাপরিদর্শক

খালেদা জিয়া চাইলে মঙ্গলবার হাসপাতালে নেয়া হবে: কারা মহাপরিদর্শক

লোকালয় ডেস্কঃ খালেদা জিয়া রাজি থাকলে আগামীকালই (মঙ্গলবার) তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। তিনি বলেন, ‘তার যে ধরনের চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন তার সব ব্যবস্থাই আছে বিএসএমএমইউতে। খালেদা জিয়া রাজি থাকলে আগামীকালই তাকে সেখানে নেওয়া হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক আরও বলেন, ‘জেলকোড অনুযায়ী বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া যায় না। তাই সরকারি হাসপাতালেই সরকার তাকে সর্বোচ্চ ভালো চিকিৎসা দেওয়ার চেষ্টা করবে। তার যে ধরনের চিকিৎসা প্রয়োজন, সেসব সুবিধা যদি সরকারি হাসপাতালে না থাকে; তাহলে বেসরকারি হাসপাতালে চিকিৎসার বিষয়টি বিবেচনায় আসবে। সেক্ষেত্রে অর্থ কোথায় থেকে আসবে সেটাও মন্ত্রণালয় চিন্তা করবে।’

সোমবার (১১ জুন) কারা অধিদফতরে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেছেন কারা মহাপরিদর্শক ব্রিগিডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কারা মহাপরিদর্শক আরও জানান, খালেদা জিয়াকে অর্থোপেডিক ব্যাগ দেওয়ার সুপারিশ করা হয়েছিল ডাক্তারের পক্ষ থেকে, আশা করি সেটা আগামীকালের মধ্যে তাকে দেওয়া হবে।

ঈদে খালেদা জিয়ার জন্য কারাগারে বিশেষ কোনও ব্যবস্থা থাকবে কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘ঈদে সাধারণ বন্দিদের জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা থাকে, বিনোদনের ব্যবস্থা থাকে, খালেদা জিয়ার জন্যেও ব্যবস্থা থাকবে। ওইদিন তার আত্মীয়-স্বজনরা দেখা করতে পারবেন। তারা খাবার নিয়ে আসতে চাইলে সেটাও নিয়ে আসতে পারবেন।’

খালেদা জিয়ার সঙ্গে দেখা করার সময় তিনি নিজের স্বাস্থ্যের ব্যাপারে কারা মহাপরিদর্শককে কিছু বলেছেন কিনা জানতে চাইলে তিনি জানান, আগেও পায়ে ও আঙ্গুলে ব্যথা ছিল, সেটা এখনও আছে বলে জানিয়েছেন। খালেদা জিয়া আগে যেরকম হাঁতে পারতেন, এখন তার চেয়ে একটু কম পারেন বলেও জানান।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পরপরই তাকে ওই দিন বিকালে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তিনি এখন সেখানেই আছেন।