লোকালয় ২৪

খালেদা জিয়া কাল দ্বিতীয় ডোজ টিকা নেবেন

http://lokaloy24.com/

দলীয় সূত্র জানায়, টিকা দেওয়ার সময় খালেদা জিয়ার নিরাপত্তার জন্য ব্যবস্থা চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে। খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার এই চিঠি দিয়েছেন।
করোনায় আক্রান্ত হয়ে সেরে উঠে গত ১৯ জুলাই খালেদা জিয়া করোনার প্রথম ডোজ টিকা নেন। ৩০ দিন পর আগামীকাল দ্বিতীয় ডোজ টিকা নেবেন তিনি।

দলীয় সূত্রে জানা যায়, করোনা থেকে সেরে ওঠার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া টিকা নিতে উদ্যোগী হন। ৯ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুরক্ষা ওয়েবসাইটে গিয়ে টিকার জন্য নিবন্ধন ফরম পূরণ করেন খালেদা জিয়া। প্রথম ডোজ টিকা নেওয়ার পর ইতিমধ্যে তিনি দ্বিতীয় ডোজ টিকার জন্য খুদে বার্তা পেয়েছেন।

খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৫৪ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। পুরোপুরি সুস্থ না হলেও হাসপাতালে জীবাণু ও দেশে করোনার ডেলটা ধরনের সংক্রমণের মধ্যে ঝুঁকি এড়াতে খালেদা জিয়াকে গত ১৯ জুন গুলশানের বাসায় নেওয়া হয়। তিনি এখন বাসাতেই আছেন। এভারকেয়ার হাসপাতালের হৃদ্‌রোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এখনো খালেদা জিয়ার করোনা-পরবর্তী চিকিৎসা চলছে।