সংবাদ শিরোনাম :
খালেদার চিকিৎসা: রিটের শুনানি ১ অক্টোবর পর্যন্ত মুলতবি

খালেদার চিকিৎসা: রিটের শুনানি ১ অক্টোবর পর্যন্ত মুলতবি

নিজস্ব প্রতিবেদক: দেশের বিশেষায়িত কোনো হাসপাতালে কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আগামী ১ অক্টোবর পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। ইউএনবির সাথে আলাপকালে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আদালত ১ অক্টোবর পর্যন্ত শুনানি মুলতবি করেছেন।

এর আগে গত ৯ সেপ্টেম্বর দেশের বিশেষায়িত কোনো হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। স্বরাষ্ট্রসচিব, আইজি (প্রিজন), ঢাকা সিভিল সার্জন, ডেপুটি কমিশনারসহ ছয়জনকে বিবাদী করা হয়।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়। একই সাথে তার বড় ছেলে তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছরের কারাদণ্ড এবং প্রত্যেকের দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করে রায় ঘোষণা করেন আদালত।

রায় ঘোষণার পর পরই খালেদা জিয়াকে পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com