লোকালয় ২৪

খনিতে কাজ করতে গিয়ে মিলল বিশ্বের অন্যতম বড় হীরা!

খনিতে কাজ করতে গিয়ে মিলল বিশ্বের অন্যতম বড় হীরা!

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অন্যতম বড় হীরা বেরিয়ে এল খনিগর্ভ থেকে। আফ্রিকার বোতসোয়ানার খনিতে কাজ করার সময় অতিকায় হীরাটির সন্ধান মেলে। এই হীরার খনিতে খনন কাজের দায়িত্বে রয়েছে কানাডার একটি সংস্থা। সেই সংস্থার পক্ষেই এই হীরা পাওয়ার কথা জানানো হয়েছে।

১ হাজার ৭৫৮ ক্যারেটের হীরাটি ঘিরে খুব স্বাভাবিকভাবেই উত্‍সাহ তৈরি হয়েছে বিশ্ব জুড়ে। ৩৫২ গ্রাম ওজনের হীরাটি খনি থেকে তুলে আনা হয়েছে। লুকারা সংস্থা সাধারণত বড় হীরা বিশ্বকে দিয়ে এসেছে। এটি তারমধ্যে হয়তো সবচেয়ে বড়।

আফ্রিকার বোতসোয়ানা দেশটি হীরার খনির জন্য বিখ্যাত। বোতসোয়ানার কারোয়ে হীরার খনির মালিক লুকারা সংস্থা। এর আগেও এই খনি থেকে বড় হীরা বেরিয়ে এসেছে। ২টি বের হয়েছে ১ হাজার ক্যারেটের ওপর। ফলে এই খনিতে যে বড় হীরা পাওয়া যায় তা আগে থেকেই প্রসিদ্ধ ছিল। তবে এতদিন যা বের হয়েছে তার সব রেকর্ড ভেঙে দিয়েছে এবার পাওয়া হীরাটি।

আফ্রিকায় এখনও পর্যন্ত যত হীরা মাটির তলা থেকে বেরিয়ে এসেছে এবার পাওয়া ১ হাজার ৭৫৮ ক্যারেটের এই হীরাটি তারমধ্যে সবচেয়ে বড়। ফলে সেদিক থেকে এটা রেকর্ড।