লোকালয় ২৪

ক্রিকেটারদের করোনা পরীক্ষা করাবে বিসিবি

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  করোনাভাইরাসের কারণে শুরু থেকেই বাসায় অবস্থান করছেন ক্রিকেটাররা। অনুশীলনের পাশাপাশি ভক্তদের সঙ্গে মতবিনিময় ও আশেপাশের মানুষদের সাহায্য করেই সময় কাটাচ্ছেন অনেকে। ক্রিকেটারদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে তাদের করোনা পরীক্ষা করানোর ব্যাপারে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মূলত সতর্কতা হিসেবেই লকডাউন শেষে ক্রিকেটারদের কোভিড-১৯ পরীক্ষার কথা ভাবছে বিসিবি। এ বিষয়ে ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড় ও কর্মচারীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছে  বিসিবি। আর এজন্য পরীক্ষা করাটা জরুরি।’

তিনি আরো যোগ করেন, ‘আমরা অবশ্যই খেলোয়াড় ও কর্মচারীদের করোনা পরীক্ষা করতে চাই। বিশেষ করে খেলোয়াড়দের কোভিড-১৯ টেস্ট করা উচিত। ক্রিকেটারদের যদি কোনো লক্ষণ না থাকে তবুও সরকারের কাছে আমাদের আবেদন জানাতে হবে। আমরা চাই সুরক্ষা নিশ্চিত করতে তাদের পরীক্ষা করা হোক।’

মার্চের ১৯ তারিখ থেকে করোনাভাইরাসের কারণে সকল ক্রিকেটীয় কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় বিসিবি। এরপর থেকে বাসাতেই কাজ করছেন বোর্ড কর্মকর্তারা। বর্তমানে সরকারী ল্যাবে বিশেষ প্রটোকল মেনে কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে। সময়-সুযোগ বুঝে ক্রিকেটার ও কর্মচারী সকলের এই পরীক্ষা করানো হবে বলে আশা প্রকাশ করেছেন দেবাশীষ চৌধুরী।