লোকালয় ২৪

ক্রাইস্টচার্চে হামলা: নিহতদের পরিবারকে ১০ লাখ ডলার দিচ্ছেন সৌদি প্রিন্স

ক্রাইস্টচার্চে হামলা: নিহতদের পরিবারকে ১০ লাখ ডলার দিচ্ছেন সৌদি প্রিন্স

আন্তর্জাতিক ডেস্ক- নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় হতাহতদের পরিবারকে ১০ লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও ধনকুবের আল-ওয়ালিদ বিন তালাল।

সে হামলায় যে ৫০ জন নিহত হয়েছেন তাদের পরিবারকে এ সহায়তা দেওয়া হবে। পাশাপাশি সেসব পরিবারের প্রতিও তিনি সমবেদনাও জানিয়েছেন।

গত শুক্রবার (২২ মার্চ) মক্কার গ্রান্ড মসজিদ ও মদিনায় মসজিদে নববীতে ক্রাইস্টচার্চে নিহতদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। নির্মম এ হত্যাযজ্ঞের নিন্দা জানান সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানও।

গত ১৫ মার্চ (শুক্রবার) ক্রাইস্টচার্চের দুটি মসজিদে আধা স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে হামলা চালায় অস্ট্রেলীয় বংশোদ্ভূত শেতাঙ্গ আধিপত্যবাদী সন্ত্রাসী ব্রেনটন টেরেন্ট। তার ওই হামলায় ৫০ মুসল্লির প্রাণহানি ঘটে। আধুনিক নিউজিল্যান্ডের ইতিহাসে মসজিদে হামলার এ ঘটনাকে কালো অধ্যায় হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডান।