লোকালয় ২৪

ক্যাসিনোর জন্ম হাওয়া ভবনে: কাদের

ক্যাসিনোর জন্ম হাওয়া ভবনে: কাদের

ঢাকা- বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আলোচিত হাওয়া ভবনেই ক্যাসিনোর জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘হাওয়া ভবনেই ক্যাসিনোর জন্মস্থান। এটা অনেকেই জানেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার সেনানিবাসের শুটিং ক্লাব পয়েন্টে নির্মিত আন্ডারপাসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘বর্তমান সরকার ক্যাসিনোর সরকার’ সিলেটে বিএনপির জনসভায় দলটির মহাসচিব জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া এ বক্তব্যের কড়া সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ক্যাসিনোর জন্মই হয়েছে হাওয়া ভবনে। ‌মদ জুয়া নিষিদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু। কিন্তু তা প্রবর্তন করেছিল বিএনপি। তবে তারা কোনো ব্যবস্থা নেয়নি। খালেদা জিয়া যা পারেননি শেখ হাসিনা তা পেরেছেন।’

ঢাকায় চলমান শুদ্ধি অভিযানকে লোক দেখানো নয় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে। মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি, অনিয়ম ও দুর্নীতি নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘এ অভিযানকে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ স্বাগত জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। অভিযানে চুনোপুঁটি কিংবা রাঘববোয়ালের কোনো প্রশ্ন নেই। দেখতে হয়তো চুনোপুঁটি, কিন্তু পদ পজিশনে নয় আবার কাজগুলো করেছে রাঘব-বোয়ালের মতো। যাদেরকে ধরা হয়েছে, তারা নজরদারিতে ছিলেন। সত্যিকার অর্থে অপকর্মকারী কাউকে ছাড় নয়।’

বিশ্বজুড়েই দুর্নীতি চলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ এর ব্যতিক্রম নয়। পরিস্থিতি অন্তত সহনীয় পর্যায়ে নিয়ে আসার আগ পর্যন্ত অভিযান চলবে।’

মন্ত্রী আরও বলেন, ‘কিছু কিছু কাজ মানুষের সহ্য সীমার বাইরে চলে গিয়েছিল। শেখ হাসিনার বিশাল বিশাল অর্জন ম্লান হয়েছে। কাজেই গুটি কয়েকের অপকর্মের জন্যে সরকারের অর্জনগুলো ম্লান হতে দিতে পারি না।’