লোকালয় ২৪

ক্যারিবীয় তারকা পোলার্ডের মৃত্যুর গুজব

http://lokaloy24.com

লোকালয় ডেস্কঃ

ওয়েস্ট ইন্ডিজ দলের সেরা অলরাউন্ডার কাইরন পোলার্ড আবুধাবিতে খেলছেন টি-টেন টুর্নামেন্টে। এর মধ্যেই খবর ছড়িয়ে পড়লো, গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন ক্যারিবীয় তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর ভাইরাল হতে সময় নেয়নি। একটি ইউটিউব ভিডিও থেকে পাওয়া এমন খবরে চমকে উঠে পুরো ক্রিকেট বিশ্ব। অনেকে শোকও জানান। কিন্তু পরে জানা যায়, পুরো ঘটনাটিই গুজব।

জানা গেছে, পোলার্ড সুস্থ আছেন এবং তিনি কোনো দুর্ঘটনারও শিকার হননি। ফলে নেটিজেনরা ফের সরব হন। যারা এমন ভিডিও ছড়িয়ে দিয়েছেন, তাদের ভৎর্সনা জানাচ্ছেন সবাই। বাকিরা যাতে এই ভুয়া খবর ছড়িয়ে না দেন সেই অনুরোধও করেন অনেকে। এদিকে আবুধাবিতে টি-টেন লিগে ডেকান গ্ল্যাডিয়েটর্সের নেতৃত্ব দিচ্ছেন পোলার্ড। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই পুনে ডেভিলসের কাছে ৭ উইকেটে হেরেছে তার দল। প্রসঙ্গত, করোনাভাইরাসের ভয়ে বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করে নেন পোলার্ড। তবে আবুধাবিতে টি-টেন লিগে খেলতে তিনি আপত্তি করেননি। টাকার কাছে যেন নিরাপত্তা ইস্যু বড় ঠুনকো!