সংবাদ শিরোনাম :
ক্যান্সার রোগীদের আর বিদেশে যেতে হবে না: স্বাস্থ্যমন্ত্রী

ক্যান্সার রোগীদের আর বিদেশে যেতে হবে না: স্বাস্থ্যমন্ত্রী

ক্যান্সার রোগীদের আর বিদেশে যেতে হবে না: স্বাস্থ্যমন্ত্রী
ক্যান্সার রোগীদের আর বিদেশে যেতে হবে না: স্বাস্থ্যমন্ত্রী

লোকালয় ডেস্কঃ ক্যান্সার রোগীদের উন্নত চিকিৎসার জন্য আর বিদেশে যেতে হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

৭ নভেম্বর, বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক হাজার শয্যাবিশিষ্ট সুপার স্পেশালাইজড হাসপাতাল স্থাপন সংক্রান্ত সভায় এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

একটি বিশ্বমানের ক্যানসার হাসপাতাল করার লক্ষ্যে বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর এমন কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী দেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার ঢাকায় সুপার স্পেশালাইজড ক্যানসার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিচ্ছে। এই হাসপাতাল চালু হলে দেশের সাধারণ মানুষ দেশে বসেই সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের চিকিৎসা পাবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অত্যাধুনিক এই বিশেষায়িত হাসপাতালে দুরারোগ্য ক্যানসার রোগীদের জন্য উন্নত চিকিৎসার সুবিধা থাকবে। গত ১০ বছরে সরকার অগ্রাধিকার ভিত্তিতে দেশে বেশ কয়েকটি বিশেষায়িত হাসপাতাল চালু করেছে।’

ওই সময় তিনি এই হাসপাতালের নাম ‘বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড ক্যান্সার হাসপাতাল’ রাখার প্রস্তাব করেন।

সভায় চীন সরকারের অর্থায়নে এই প্রকল্পের প্রস্তাবিত নকশা প্রদর্শনীসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সম্প্রতি রাজধানীতে উদ্বোধন হওয়া ‘শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং হাসপাতাল’, ‘গ্যাস্ট্রোলিভার হাসপাতাল’, গাজীপুরের শেখ ফজিলাতুন্নেসা মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল, গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেসা চক্ষু হাসপাতাল, রাজধানীর নাক, কান ও গলা ইনস্টিটিউট, মুগদা হাসপাতালসহ বেশ কয়েকটি নতুন হাসপাতালের নাম উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘এছাড়াও পুরনো কয়েকটি হাসপাতালের সংস্কার ও সম্প্রসারণও করেছে সরকার। ফলে দেশের জনগণ এখন দেশেই অত্যাধুনিক চিকিৎসা পাচ্ছে এবং চিকিৎসার জন্য মানুষের বিদেশমুখী হওয়ার প্রবণতা কমেছে।’

ওই সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক আবদুস সাত্তারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং চীনা প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com