লোকালয় ২৪

কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করলো সরকার

নিজস্ব প্রতিবেদক : কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার সচিবলায় এ সংক্রান্ত বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, এ বছর চামড়া পাচার হওয়ার সুযোগ নাই।

 

মন্ত্রণালয় সূত্র জানায়, এ বছর ঢাকার ভেতরে প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৪৫ থেকে ৫০ টাকা। ঢাকার বাইরে এই দাম ৩৫ থেকে ৪০ টাকা।

 

আর ঢাকাসহ সারাদেশ প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়ার দাম ১৩ থেকে ১৫ টাকা।

গতবছর ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া ৫০ থেকে ৫৫ টাকা আর ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকায় সংগ্রহ করেন। এছাড়া সারা দেশে খাসির চামড়া ২০-২২ টাকা আর বকরির চামড়া ১৫-১৭ টাকায় সংগ্রহ করা হয়।

 

এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যেই আছে। গতবারের মতো এবার ঈদেও পণ্যের দাম বাড়বে না। তিনি বলেন, বাজারে চাহিদার চেয়ে সরবারহ বেশি আছে। পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য মজুদ আছে। খবর: ইউএনবি।