লোকালয় ২৪

কোটা সংস্কার আন্দোলকারীদের ওপর পিস্তল ও রামদা নিয়ে ছাত্রলীগের হামলা

কোটা সংস্কার আন্দোলকারীদের ওপর পিস্তল ও রামদা নিয়ে ছাত্রলীগের হামলা

লোকালয় ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেওয়ার সময় কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে। এ সময় কয়েকজনকে মারধর করা হয়। আন্দোলকারীরা বলছেন, ছাত্রলীগ এই হামলা চালিয়েছে।

আজ শনিবার বেলা ১১টার সময় সংবাদ সম্মেলন ডেকেছিলেন কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মীরা।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্য, বেলা ১১টায় সংবাদ সম্মেলন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে উপস্থিত হন কোটা সংস্কার আন্দোলনকারীরা। এ সময় মুখোমুখি অবস্থান নেন ছাত্রলীগের কর্মীরা। একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় আন্দোলনকারীদের পাঁচ–ছয়জনকে মারধর করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের দিকে নিয়ে যাওয়া হয়।

কোটা সংস্কার আন্দোলকারীদের ওপর পিস্তল ও রামদা নিয়ে ছাত্রলীগের হামলা

হামলার পর কোটা সংস্কার আন্দোলনকারীরা পিছু হটেন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওই এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের কাউকে দেখা যায়নি।

হামলার বিষয়ে জানতে চাইলে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘বেলা ১১টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ওপর পিস্তল ও রামদা নিয়ে হামলা চালায়। আমাদের অগণিত কর্মী আহত হয়েছে। আমরা তাদের কাছে এটা প্রত্যাশা করিনি।’