বার্তা ডেস্কঃ সরকারি চাকরিতে প্রবেশে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম জানিয়েছেন, তার দল ক্ষমতায় গেলে এতে ‘যথাযথ সংস্কার’ আনবে।
তিনি আন্দোলনে থাকা শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে আটক ছাত্র-ছাত্রীদের মুক্তির দাবি করেছেন।
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই বিষয়ে কথা বলেন বিএনপির মহাসচিব।
তিনি বলেন, ‘এদেশকে সত্যিকারভাবে গড়ে তুলতে হলে মেধার কোনো বিকল্প নেই। এই লক্ষ্যে স্থির থেকেও আমরা সংশ্লিষ্ট বিষয়গুলো যৌক্তিকভাবে বিবেচনায় এনে ভিশন ২০৩০-তে বলেছি যে, মেধার মূল্যায়ন নিশ্চিত করার লক্ষ্যে নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ সংস্কার করা হবে। মুক্তিযোদ্ধার সন্তান, নারী ও প্রান্তিক জাতি-গোষ্ঠীর কোটা ব্যতিরেকে বাকি কোটা পদ্ধতি বাতিল করা হবে।’
কোটা সংস্কারের জন্য শিক্ষার্থীদের আন্দোলন তাদের গণতান্ত্রিক অধিকার উল্লেখ করে মির্জা ফখরুল বলেন ‘আন্দোলনে যে কোটার বিষয়টি মূল প্রতিপাদ্য সে সমন্ধে এদেশের প্রায় চার কোটি শিক্ষিত যুবসমাজের জীবন-জীবিকার প্রশ্নটি জড়িত। এ সমন্ধে বিএনপির নীতি নির্ধারণী কমিটি সম্পূর্ণ অবহিত এবং বিষয়টি নিয়ে তারা উৎকন্ঠিত।’
বিএনপির মহাসচিব বলেন, ‘গণতন্ত্রের নিয়ম-পদ্ধতির প্রতি এই সরকারের কোনো শ্রদ্ধাবোধ নেই, যা গত প্রায় এক দশকে বর্তমান সরকার বারবার তাদের কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করেছে। যার ফলশ্রুতিতে বর্তমান শাসকদের দেশ পরিচালনায় অন্যায়-অবিচারের শিকার হয়েছে দেশের জনগণ, বিশেষ করে এদেশের মেধাবী ও শিক্ষিত তরুণ সমাজ। এই অবিচারের অবসান ঘটাতে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ।’
শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আটক ছাত্র-ছাত্রীদের মুক্তির জোর দাবি জানান তিনি।