কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ আরিফ ও জুবায়েরের

কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ আরিফ ও জুবায়েরের

কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ আরিফ ও জুবায়েরের

লোকালয় ডেস্ক : সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের দু’টি কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ও স্বতন্ত্র মেয়র প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের। সোমবার সকালে এ অভিযোগ করেন তারা।

সকাল পৌনে ১০টায় চান্দুশাহ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের আরিফুল হক বলেন, সিলেটের ২১ নং ওয়ার্ডের চান্দুশাহ দাখিল মাদ্রাসা এবং এমসি কলেজ শিশু বিদ্যালয় কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়া হয়েছে।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ২০নং ওয়ার্ডের এমসি কলেজ কেন্দ্র, ১১নং ওয়ার্ডের লামাবাজার কেন্দ্র ও ৭নং ওয়ার্ডের জালালাবাদ আবাসিক এলাকার দুটি কেন্দ্র থেকে টেবিল ঘড়ি মার্কার এজেন্টদের বের করে দেয়া হয়েছে। সেখানে দরজা বন্ধ করে নৌকা প্রতীকে সিল মারা হচ্ছে।

এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্র দখলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেনে মেয়র প্রার্থী জুবায়েরের প্রধান নির্বাচনী এজেন্ট হাফিজ আব্দুল হাই হারুন, নাগরিক ফোরামের আহ্বায়ক প্রফেসর ড. আব্দুল আহাদ ও সদস্য সচিব মো: ফখরুল ইসলাম।

তারা বলেন, এর মাধ্যমে সিলেটের সম্প্রীতির ইতিহাসে কলংকের কালেমা লেপন করা হয়েছে। ইউএনবি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com