লোকালয় ২৪

কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হবে খালেদা জিয়াকে!

কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হবে খালেদা জিয়াকে!

লোকালয় ডেস্কঃ কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারের নারী সেলে স্থানান্তর করা হচ্ছে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। আগামী ২৮শে ফেব্রুয়ারি বা ১লা মার্চ- এই দুইদিনের যেকোনো একদিন খালেদা জিয়াকে স্থানান্তর করা হবে।

আর তাই নারী সেলের নির্ধারিত স্থান ধোয়া-মোছার কাজ চলছে। রাজনৈতিক সিদ্ধান্ত আসার পরে কারা কর্তৃপক্ষ স্থানান্তরের বিষয়টি অনেকটা চূড়ান্ত করেছেন।

বর্তমানে তিনি রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে ডে-কেয়ার সেন্টারে রয়েছেন। মাঝখানে অসুস্থতার কারণে বেশ কয়েক দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন।

উল্লেখ্য গত বছরের ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। একই মামলায় ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয় তার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য পাঁচজনকে। পাঁচ বছরের সাজা দেয়ার পর থেকে তিনি নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন।