লোকালয় ২৪

কেনা কাপড়ের রঙ পাকা তো?

কেনা কাপড়ের রঙ পাকা তো?

লোকালয় ডেস্ক : অনেক সময়ই কাপড় কিনে ঠকতে হয় আপনাকে। বিশেষ করে রঙের বেলায় তো সন্দেহ থেকেই যায়। কাপড় কেনার সময় রঙের ধরণটা কোনোভাবেই বোঝা যায় না। আর দোকানের চোখ ধাঁধানো আলোতে রঙ চেনা একেবারেই অসম্ভব।

সদ্য কিনে আনা কাপড়ের রঙ পাকা কিনা তা পরীক্ষা করার বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। বিক্রেতার কথার ওপর ভরসা না করে নিজেই বাসায় একবার পরীক্ষা করে নিন।

যে কাপড়ের রঙ পরীক্ষা করতে চান, সেটির কোনো একটা অংশ অল্প পানিতে ভেজান। তারপর এক টুকরো সাদা সুতি কাপড় নিয়ে সেই ভেজা অংশের ওপর রাখুন। এবার ইস্ত্রি গরম হলে সাদা কাপড়ের ওপর ইস্ত্রি করুন। নিচের ভেজা কাপড়টা শুকিয়ে গেলে সাদা কাপড়ের অংশটুকু তুলে এনে পরীক্ষা করুন।

যদি সাদা কাপড়ের রঙ সাদাই থাকে তাহলে বুঝতে হবে আপনার কেনা কাপড়ের রঙ পাকা। আর যদি সাদা কাপড়ের রঙ পালটে যায় তাহলে বুঝে নিন আপনি ঠকেছেন।

এছাড়া রঙ পরীক্ষা করার আরেকটি পদ্ধতি হচ্ছে, রঙিন কাপড়ের অর্ধেক অংশ অন্য ভারী কাপড় দিয়ে ঢেকে নিয়ে বাকি অর্ধেক রোদে মেলে দিন। কিছুক্ষণ পর ঘরে এনে রোদে মেলে দেয়া এবং ঢেকে রাখা অংশদুটোর রঙ যাচাই করুন।

রঙের পার্থক্য দেখা দিলে বুঝতে হবে, রঙে ভেজাল আছে। আর রঙ একই রকম থাকলে বুঝে নিন কাপড়ের রঙ একেবারে পাক্কা।