লোকালয় ডেস্কঃ চলতি বছরের জানুয়ারিতে ঋত্বিক রোশনের জন্মদিনে বাবা রাকেশ রোশন ‘কৃষ ফোর’ ছবি নির্মাণের ঘোষণা দেন। তখন জানানো হয় ছবিটি ২০২০ সালে বড়দিন উপলক্ষে মুক্তি পাবে এবং খুব শিগগিরই এর শুটিং শুরু হচ্ছে।
তবে এতে ঋত্বিকের বিপরীতে কে অভিনয় করছেন তা জানানো হয়নি।
নতুন খবর হলো, ‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তিতে ঋত্বিকের বিপরীতে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফ। প্রিয়াঙ্কা এর আগে ‘কৃষ’ ও ‘কৃষ থ্রি’তে অভিনয় করেছেন। কিন্তু ক্যাটরিনা এবারই প্রথম এই সুপারহিরো সিরিজে যুক্ত হচ্ছেন।
সূত্র বলেন, শুরু থেকেই প্রিয়াঙ্কার চরিত্রটি ছবিতে রয়েছে। তবে তা আরও উন্নত করতে হবে। যদি ছবিতে আরেকজন নায়িকা থাকে তাহলে স্ক্রিপ্টে নতুন করে পরিবর্তন আনা প্রয়োজন। এটি দেখে ভালো লাগবে যে, দুজনের চরিত্র সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
২০০৩ সালে মুক্তি পায় ঋত্বিক রোশন ও প্রীতি জিনতা অভিনীত ‘কই মিল গায়া’। ছবিটির ব্যাপক সাফল্যের পর ২০০৬ সালে নির্মিত হয় এর সিক্যুয়েল ‘কৃষ’। এতে যুক্ত হয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সাত বছর পর নির্মিত হয় চতুর্থ কিস্তি ‘কৃষ থ্রি’। এতেও ঋত্বিকের নায়িকা ছিলো ‘গুন্ডে’খ্যাত এই অভিনেত্রী।
Leave a Reply