লোকালয় ২৪

কৃষকের পাকা ধান খেয়ে সাবাড় করল ভারতীয় হাতির পাল

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত এলাকায় সমতল ভূমিতে নেমে কৃষকের পাকা ধান খেয়ে সাবাড় করেছে ভারতীয় বন্য হাতির পাল।

মঙ্গলবার রাতে উপজেলার কামালপুর ইউপির যদুরচর গ্রামে ৩০-৩৫টি বন্য হাতির একটি দল প্রবেশ করে।

ভুক্তভোগী কৃষকরা হলেন- ওই গ্রামের গোলাপ হোসেন, জালাল, মুহাম্মদ, হানিফ, হাকিম, জাবের আলী, জাহাঙ্গীর, সাজ্জাদ ও জয়নাল। তারা জানান, হাতির পাল প্রায় ১০ একর জমির পাকা ধান খেয়ে ও পায়ে মাড়িয়ে নষ্ট করে দিয়েছে।

তারা আরো জানান, প্রতি বছর এ সময়ে ভারতীয় বন্য হাতির দল কাঁটাতারের বেড়ার পাশের গেট দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে লোকালয়ে প্রবেশ করে। এতে অনেকের পাকা ধানসহ ঘরবাড়ির ক্ষতি হয়ে থাকে।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ভারতীয় বন্য হাতি প্রবেশ করার খবর পেয়েছি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ পাঠানো হয়েছে।