সংবাদ শিরোনাম :
কুয়াকাটার সৈকতে ৪০ ফুট লম্বা তিমি

কুয়াকাটার সৈকতে ৪০ ফুট লম্বা তিমি

কুয়াকাটার সৈকতে ৪০ ফুট লম্বা তিমি
কুয়াকাটার সৈকতে ৪০ ফুট লম্বা তিমি

লোকালয় ডেস্কঃ কুয়াকাটার সমুদ্র সৈকতে ৪ টন ওজনের ৪০ ফুট লম্বা আকারের একটি তিমি (বেলিন তিমি) ভেসে এসেছে । শনিবার (১৯ মে) সকালে জোয়ারের পানিতে কুয়াকাটা সৈকতের রিজার্ভ ফরেস্ট এলাকায় ভেসে আসে এই মৃত তিমি। স্থানীয় জেলেদের ধারণা, গভীর সমুদ্রে কমপক্ষে ৮-১০ দিন আগে এ তিমি মাছটি মারা গেছে।

পর্যটক ও স্থানীয় লোকজন মাছটিকে একনজর দেখার জন্য ভিড় করেন সৈকতে।

সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণকারী গবেষণা প্রতিষ্ঠান ‘ওয়াইল্ড লাইফ কনজার্ভেশন সোসাইটি’র মেরিন এডুকেশন অ্যান্ড ট্রেনিং কোর্ডিনেটর ফারহানা আখতার কুয়াকাটা সৈকতে ভেসে আসা তিমি মাছ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘এটি ব্রিডিস তিমি বা বেলিন তিমি। এদের দাঁত থাকে না, এর বদলে ছাঁকনির মতো অংশ থাকে। যার মাধ্যমে এরা পানি থেকে ছোট ছোট মাছ ও চিংড়ি জাতীয় প্রাণী খেয়ে বাঁচে। এরা সাধারণত ৪০ থেকে ৫০ ফুটের মত লম্বা হয়ে থাকে। কালো থেকে ধূসর বর্ণের এই তিমির পেটের দিকটা অনেকটা হালকা ক্রিম রঙয়ের। এদের মাথার আকার খাটো ও চওড়া এবং মাথায় তিনটি সমান্তরাল খাঁজ থাকে, যা দিয়ে সহজেই এদের আলাদা করা যায়। এরা সাধারণত ১২ বছর বয়স থেকে বাচ্চা জন্ম দিতে পারে। বাংলাদেশের জল সীমানায় সোয়াচ-অব-নো গ্রাউন্ড এলাকায় এদের সচরাচর দেখা যায়।’

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, সকালে এই মৃত তিমিটি কুয়াকাটার সি-বিচে ভেসে আসে। এটি ৮-১০ দিন আগে সমুদ্রের মধ্যে মারা যেতে পারে, এটির ওজন ৪ টন এবং লম্বায় ৪০ ফুট।

বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমান বলেন, ‘কুয়াকাটায় একটি মৃত তিমি ভেসে আসার খবর পেয়েছি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com