লোকালয় ২৪

কুড়িগ্রামে পানিবন্দী ৬০ হাজার পরিবার

কুড়িগ্রামে পানিবন্দী ৬০ হাজার পরিবার

লোকালয় ডেস্কঃ কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ধরলা নদীর পানি কমলেও এখনো বিপদসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

এদিকে ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এসব নদীর অববাহিকায় ৩০টি ইউনিয়নের শতাধিক চর গ্রাম ও দ্বীপচর প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ৬০ হাজার পরিবার।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রে ১২ ও দুধকুমারে ৩ সেন্টিমিটার পানি বেড়েছে।

কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও উলিপুর উপজেলায় নতুন করে আরও ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানির নিচে চলে যাওয়ায় আমনের বীজতলা, ভুট্রা, কলাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সদর উপজেলার হলোখানার সারোডোব এলাকায় কুড়িগ্রাম-ফুলবাড়ী সড়কটি ভেঙে যাবার উপক্রম হয়েছে। ঘরের ভেতর উঁচু মাচা করে অনেক বন্যার্ত আশ্রয় নিলেও অনেকেই উঁচু স্থান ও বাঁধে আশ্রয় নিয়েছেন। জেলা ত্রাণ ও পুণর্বাসন অফিস জানিয়েছে, জেলায় ৪২৮টি স্কুলসহ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।