কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজন পুরুষ এবং দুই জন নারী। হাসপাতালটির করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩৫১ জন।

শনিবার (১৫ আগস্ট) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, দুই নারীসহ মারা যাওয়া ছয়জনের মধ্যে একজনের করোনা পজিটিভ ছিল। তার নাম আবদুল হাকিম (৭০)। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মান্দারগাঁও এলাকার বাসিন্দা।

এছাড়া করোনার উপসর্গ নিয়ে মৃতরা হলেন- কুমিল্লা সদর উপজেলার সুরুজ মিয়ার স্ত্রী আনজুয়ারা (৩০), দাউদকান্দি উপজেলার খোরশেদ আলমের স্ত্রী হোসনেয়ারা (৫৮), বরুড়া উপজেলার মৃত বাদশা মিয়ার ছেলে দেলোয়ার হোসাইন (৬০) , চৌদ্দগ্রাম উপজেলার রফিকুল ইসলাম (৭০) ও চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মৃত আমির আলীর ছেলে মানিক (৫৫)।

কুমিল্লা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, কুমিল্লায় এখন পর্যন্ত ছয় হাজার ১৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ৬৭২ জন আর মারা গেছেন ১৫৪ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com