কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় হবিগঞ্জের এনজিও কর্মী নিহত

কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় হবিগঞ্জের এনজিও কর্মী নিহত

কুমিল্লার দাউদকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় জুয়েল দাস(২৯) নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কানড়া-বারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল দাস হবিগঞ্জ সদর উপজেলা পাটুয়ালীপাড়া গ্রামের গোবিন্দ দাসের ছেলে। তিনি বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) নামে একটি এনজিওর গৌরীপুর ব্রাঞ্চ অফিসের সিনিয়র মাঠ কর্মকর্তা পদে চাকরি করতেন।   এনজিও বিজ এর গৌরীপুর ব্রাঞ্চ ম্যানেজার বাদল রায় জানান, আমাদের দু’জন মাঠকর্মী জুয়েল এবং ইমন শনিবার বিকালে অফিসিয়াল কাজে সরকাপুর গ্রামে যায়। সন্ধ্যায় সেখান থেকে ফেরার পথে ঈশাখা সিএনজি পাম্পের পশ্চিম পাশে দুর্ঘটনায় জুয়েল ঘটনাস্থলেই মারা যায় এবং ইমন আহত হয়। আহত ইমনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম দেশ রূপান্তরকে বলেন, শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কানড়া এলাকায় দুই এনজিও কর্মী মোটরসাইকেল নিয়ে ফিডার রোড থেকে মহাসড়কে উঠতে গেলে অজ্ঞাত একটি গাড়ি তাদেরকে চাপা দেয়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে জুয়েল দাস মারা যায়।

পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com