উপকরণ: মিষ্টি কুমড়া ১ ফালি। লবণ স্বাদ মতো। চিনি সামান্য। মৌরি আধা চা-চামচ, কালিজিরা আধা চা-চামচ, পোস্ত আধা চা-চামচ- এই তিন উপকরণ একটু টেলে গুঁড়া করে নিতে হবে। চালের গুঁড়া আধা কাপ। বেসন দেড় কাপ। হলুদ ও মরিচের গুঁড়া আধা চা-চামচ করে। তেল প্রয়োজন মতো।