সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সৈয়দ আশরাফ ও হুমায়ুন

কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সৈয়দ আশরাফ ও হুমায়ুন

কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সৈয়দ আশরাফ ও হুমায়ুন
কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সৈয়দ আশরাফ ও হুমায়ুন

লোকালয় ডেস্কঃ  রোববার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নেতারা বলছেন, যারা নির্বাচনের টিকিট পেয়েছেন, তাদেরই এ চিঠি দেওয়া হচ্ছে।

ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা এবং বিজয়ের সম্ভাবনা বিবেচনায় এবার নতুন কিছু মুখ বেছে নিয়েছে আওয়ামী লীগ, সেক্ষেত্রে বাদের খাতায় নাম পড়ে গেছে অনেক হেভিওয়েটেরও।

কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তবে তার শারীরিক অবস্থা বিবেচনায় করে এ আসনে মশিউর রহমান হুমায়ুনকেও মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। রোববার  সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়নের চিঠি দেওয়া হয়।

সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ-১ আসনে ১৯৯৬ সাল থেকে টানা চারটি জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন।গত ৯ নভেম্বর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের নির্বাচনী অফিস থেকে সৈয়দ আশরাফ মনোনয়ন ফরম কেনেন। সৈয়দ আশরাফুলের পক্ষে মনোনয়ন ফরম কেনেন তার ব্যক্তিগত সহকারী তোফাজ্জল হোসেন।

এই আসনে দু’জনকে চিঠি দেওয়ার বিষয়ে নেতারা বলছেন, দু’জনকে মনোনীত করা হলেও মনোনয়নপত্র প্রত্যাহারের দিন একজনের নাম প্রত্যাহার করে নেওয়া হবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া শুরু হয়েছে। দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ মনোনয়নপ্রাপ্তদের চিঠি দিচ্ছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com