সংবাদ শিরোনাম :
কিবরিয়া পৌরমিলনায়তনের পাশে পানি নিষ্কাশনে কাজ চলছে

কিবরিয়া পৌরমিলনায়তনের পাশে পানি নিষ্কাশনে কাজ চলছে

কিবরিয়া পৌরমিলনায়তনের পাশে পানি নিষ্কাশনে কাজ চলছে
কিবরিয়া পৌরমিলনায়তনের পাশে পানি নিষ্কাশনে কাজ চলছে

লোকালয় ডেস্কঃ হবিগঞ্জ পৌরএলাকার কিবরিয়া পৌরমিলনায়তনের পশ্চিম পার্শ্ব ঘেষে অবস্থিত পানি নিষ্কাশনের খাল এক্সকেভেটরের মাধ্যমে খনন করেছে হবিগঞ্জ পৌরসভা। বুধবার সকাল থেকে ওই ড্রেন খনন করে পানি নিষ্কাশনের জন্য উন্মুক্ত করা হয়। উল্লেখ্য এই ড্রেন হয়েই হবিগঞ্জ শহরের সার্কিট হাউজ, জেলা পরিষদের সম্মুখ, পানি উন্নয়ন বোর্ড অফিস, ঘোষপাড়াসহ একটি উল্লেখযোগ্য অংশের পানি নিস্কাশিত হয়। এর পূর্বে রবিবার ও সোমবার মেয়র এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে কালীগাছতলা-শ্বাশানঘাট বাইপাস রোড সংলগ্ন পানি নিস্কাশনের খাল এক্সকেভেটরের মাধ্যমে উন্মুক্তকরনের জন্য অভিযান পরিচালনা করেন। পরে নিউফিল্ডের পশ্চিম ও দক্ষিণ পার্শ্বে ড্রেন খনন করা হয়। মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন পানি নিস্কাশনের অন্তরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন উন্মুক্তকরনে পৌরসভা সাধারন জনগনের সমর্থন ও সহযোগিতা কামনা করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com