লোকালয় ২৪

কাশ্মীরে ঘুরতে গেলে হোটেল ভাড়া ও খাবার ফ্রি!

কাশ্মীরে ঘুরতে গেলে হোটেল ভাড়া ও খাবার ফ্রি!

আন্তর্জাতিক ডেস্ক- ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা হামলার পর থেকেই সীমান্তে ভারত-পাক উত্তেজনা ক্রমশ বাড়ছে। তার প্রভাব পড়েছে কাশ্মীরে পর্যটন এলাকায়। গত কয়েক সপ্তাহে প্রবল সমস্যায় পড়েছেন কাশ্মীরের হোটেল মালিকেরা। সমস্যার সুরাহার জন্য অভিনব উপায় খুঁজলেন হোটেল মালিকেরা।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ‘কান্ট্রিসাইড ট্যুর এন্ড ট্রাভেলস’ নামে একটি ফেসবুক পেজ থেকে সম্প্রতি একটি পোস্ট করা হয়। পোস্টে কাইজার নামে একটি হোটেল কর্তৃপক্ষ, প্রত্যেককে কাশ্মীরে ঘোরার জন্য আবেদন জানিয়েছে।

পোস্টে পর্যটকদের উদ্দেশ্যে বলা হয়েছে, যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন পর্যটকদের বিনামূল্যে হোটেলের ঘর দেবে কাইজার হোটেল কর্তৃপক্ষ। সেই সঙ্গে খাবারেরও ব্যবস্থা করবে হোটেল কর্তৃপক্ষ।

সীমান্তে দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘাতের পরিস্থিতির জেরে মুখ থুবড়ে পড়ছে উপত্যকার পর্যটন। এমন পরিস্থিতিতে পর্যটনের জন্য নতুন আশা দেখাল কাশ্মীরের এক হোটেল।