লোকালয় ২৪

কাল মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন বুলবুল

কাল মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন বুলবুল

বিনোদন ডেস্ক- বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আগামীকাল বুধবার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে। ছেলে সামীর আহমেদের ইচ্ছার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আহমেদ ইমতিয়াজ বুলবুলের বাসায় সাংবাদিকদের এমন তথ্য দেন প্রখ্যাত গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী।

তিনি জানান, বুধবার সকাল ১১টায় সর্বসাধারণের শেষ শ্রদ্ধা জানানোর জন্য আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সেখানে সাড়ে ১২টা পর্যন্ত মরদেহ থাকবে। তাঁকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার দেওয়া হবে। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হবে।

সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। এফডিসিতে দ্বিতীয় জানাজা শেষে কিংবদন্তি এই সঙ্গীতজ্ঞকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরশায়িত করা হবে।

জানা গেছে, আজ মঙ্গলবার আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ বিএসএমএমইউ হাসপাতালের শব হিমাগারে রাখা হবে।

প্রখ্যাত গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ আজ মঙ্গলবার সকালে বুলবুল হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় মারা যান।