লোকালয় ২৪

কাবা শরীফ নিজ হাতেই জীবাণুমুক্ত করলেন প্রধান ইমাম

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  মসজিদ আল হারাম বা মসজিদে হারাম ইসলামের সবচেয়ে পবিত্র স্থান, যা পবিত্র কাবাকে ঘিরে অবস্থিত। করোনাভাইরাসের জেরে পবিত্র স্থানটি স্থবির হয়ে আছে। স্থাপনাটি জীবাণুমুক্ত করতে নিজেই নেমে পড়েন মসজিদ আল হারামের প্রধান ইমাম ড. আবদুর রহমান আল-সুদাইস।

সোমবার মসজিদ আল হারাম ছাড়াও পবিত্র মাকামে ইব্রাহিম পরিষ্কার করতে তিনি কর্মীদের সঙ্গে যোগ দেন। এশার নামাজের আগে তারা ধুয়ে-মুছে জীবাণুমুক্ত করেন ওই এলাকা। খবর আরব নিউজ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক পরামর্শ অনুযায়ী তাদেরকে কাজ করতে দেখা যায়। নিজেরা কাজের সময় একে অপরের থেকে পর্যাপ্ত নিরাপদ দূরত্ব বজায় রাখেন।

দরদি ও আবেগঘন কণ্ঠে কুরআন তেলাওয়াতের জন্য বিশ্বব্যাপী ব্যাপক সমাদৃত ড. শায়খ আল্লামা আব্দুর রহমান আস-সুদাইসি। যিনি খুব শৈশবকাল থেকেই নিষ্কুলুষ জীবন-যাপনে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বর্তমানে তিনি মুসলিম উম্মাহর দুই পবিত্রতম স্থান মসজিদ আল-হারাম (কাবা শরিফ) ও মসজিদে নববি’র (মদিনা) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।