লোকালয় ২৪

করোনা কালে শায়েস্তাগঞ্জে বিয়ে সাদীর ধুম পড়েছে

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচার জন্য সরকার জনসমাগম নিষিদ্ধ করেছে সীমীত পরিসরে অফিস আদালত, দোকান পাট খোলা থাকছে।স্বাভাবিকভাবে বিয়ে সাদী, হলেও ঘরোয়া পরিবেশেই হোক বা কমিউনিটি সেন্টারেই হোক ব্যপক পরিসরে দাওয়াত দিয়ে বরভাত ও বউভাত করা হত। কিন্তু করোনা কারণে লোকসমাগম না করা হলেও থেমে নেই চুপিসারে পাত্রকে বিয়ে করানো কন্যাকে বিয়ে দান। বরং লকডাউনে বিয়ে আগের তুলনায় বেশিই হচ্ছে তবে এখনের বিয়েগুলো ভিন্নরকম প্রশাসনের নজর এড়িয়ে বিয়ে করার জন্য নেই বিয়ের গাড়িতে সাজুসুলভ বরং বিয়ে করতে যাচ্ছেন কোনরকম শেরওয়ানী পোশাক ছাড়াই। শায়েস্তাগঞ্জ উপজেলার বেশকিছু জায়গায় খোঁজ নিয়ে দেখা যায় সকাল ৬টার বরপক্ষকনের বাড়িতে গিয়ে হাজির। এক দুই ঘণ্টা সেখানে অবস্থান করেই বিয়ের যাবতীয় প্রয়োজনীয় আকিদা শেষ করে বউ নিয়ে চলে আসছেন।এই করোনাকালে বিয়ে বেশ ঝুঁকিপূর্ণ হলেও আশার বাণী হচ্ছে বর পক্ষ ওকনে পক্ষ সবাই বেশ খুশি। এখনের বিয়েতে আগের তুলনায় খরচপাতি নেই বললেই চলে ‌। তাই এই উপযুক্ত পাত্রপাত্রীদের কে চুপিসারেই বিয়ে দিয়ে নিজের দ্বায়বন্ধতা সারছেন অসচেতন অভিবাবকগণ ।এই করোনা কালে বিয়ে সাদীর বিষয় নিয়ে কথা হয় হবিগঞ্জ কাজী সমিতির সভাপতি ও শায়েস্তাগঞ্জ পৌরসভার কাজী আব্দুল জলিলের সাথে এই করোকালে শায়েস্তাগঞ্জ কতগুলো বিয়ে হয়েছে উনাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান নির্দিষ্ট করে কতগুলো বিয়ে হয়েছে বলতে পারব না। তিনি বলেন, সর্বপরিসরেযতগুলো বিয়ে হয় আমি যাই বিয়ে করার ব্যাপারে সরকারী কোন নির্দেশনা আছে কিনা বললে তিনি জানান জেলা প্রশাসক থেকে ২৫ জন লোক সমাগম করে বিয়ে করানো যাবে বলে আমাদের জানান এবিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মেল হোসেন জানান বিয়ের ব্যাপারে সরকারী কোন নির্দেশনা আছেকিনা আমার জানা নেই কাউকে না জানিয়ে ঝুঁকি নিয়ে বিয়ে করোনা হলে আমাদের কি করার তবে অনুষ্ঠান করে কোথাও বিয়ে করানোর খবর পেলে আমরা অবশ্যই ব্যবস্হা নিব