সংবাদ শিরোনাম :
করোনায় ১০ কোটি আক্রান্ত ও পাঁচ লাখ মৃত্যুর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের- তথ্য ফাঁস

করোনায় ১০ কোটি আক্রান্ত ও পাঁচ লাখ মৃত্যুর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের- তথ্য ফাঁস

lokaloy24.com

করোনাভাইরাসে নয় কোটি ৬০ লাখ মানুষ আক্রান্ত হওয়ার শঙ্কায় ব্যাপক প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলো। ফাঁস হওয়া একটি নথিতে দেখা যায়, ৪৮ লাখ মানুষকে হাসপাতালে ভর্তি করা হতে পারে এবং অন্তত চার লাখ ৮০ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যেতে পারে।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি কর্মকর্তারা যে পরিসংখ্যান দিচ্ছেন, তার তুলনায় অনেক ভয়াবহ হতে পারে করোনাভাইরাসের ফল। চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্য অ্যামেরিকান হসপিটাল অ্যাসোসিয়েশন (এএইচএ) এ করোনাভাইরাস নিয়ে এক সেমিনারে করোনা সংক্রান্ত আলোচনায় সে তথ্য উল্লেখ করেন বিশেষজ্ঞরা।এই তথ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে একেবারেই উড়িয়ে দিয়েছে। কারণ, ট্রাম্প বরাবরই বলে আসছেন, করোনাভাইরাসের দাপট ততটা মারাত্মক হবে না। অন্যান্য ফ্লু’র মতোই এটি বলে মন্তব্য করেছেন তিনি। কিন্তু চিকিৎসকদের এই করোনা নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।যাদের হার্টের সামান্য সমস্যা রয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু ঝুঁকি অন্যদের তুলনায় ১০ গুণ বেশি। এরই মধ্যে অবশ্য করোনাভাইরাসে আক্রান্তদের শনাক্ত ও চিকিৎসাসেবায় খরচের জন্য আট দশমিক তিন বিলিয়ন ডলারের তহবিলে স্বাক্ষর করেছেন ট্রাম্প।এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে দু’শ ৭৮ জন আক্রান্ত হিসেবে শনাক্তের খবর পাওয়া গেছে এবং ১৫ জনের প্রাণহানি ঘটেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com