লোকালয় ২৪

করোনায় লাঠি ছেড়ে মাইক হাতে পুলিশ

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ করোনাভাইরাসের প্রার্দুভাব রোধে লাঠির বদলে মাইক হাতে পাড়ায় পাড়ায় গান গেয়ে মানুষকে সচেতন করছে পুলিশ। আর এ গানের মাধ্যমে প্রাণঘাতী এ ভাইরাসের ভয়াবহতা দিক তুলে ধরা হচ্ছে।

রোববার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ভেরিফাইড ফেসবুক পেজে করোনায় সচেতনতা সম্পর্কে পুলিশের কাজের চিত্র তুলে ধরে একটি পোস্ট দিয়েছেন। সেখানে বলা হয়, সামাজিক দূরত্ব তৈরির জন্য পুলিশ শুধুই মারধরই করে না। মানুষকে ঘরে থাকার জন্য সচেতন করতে গান লিখে গাইতেও পারে।

এর আগে, ভারতের কলকাতা পুলিশের অর্কেস্ট্রা দলের সেই গান গাওয়া নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।