করোনায় আক্রান্ত হবিগঞ্জের ৫ বছরের এক শিশুর মৃত্যু

করোনায় আক্রান্ত হবিগঞ্জের ৫ বছরের এক শিশুর মৃত্যু

চা বাগান
চা বাগান

করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত স্থান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনায় আক্রান্ত হবিগঞ্জের ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (সন্ধ্যায়) হাসপাতালের আইসোলেশন সেন্টারে শিশুটির মৃত্যু হয়।

শিশুটির বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়। সে চুনারুঘাটের একটি চা বাগানের বাসিন্দা।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করে বলেন শনিবার সন্ধ্যার কিছু আগে শিশুটি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এসে করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি হয়।

তিনি আরও জানান, পাঁচ বছরের এ শিশুটি দীর্ঘদিন থেকে লিভারের সমস্যায় ভুগছিল।

এ সমস্যা নিয়ে তার পরিবার সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।

এসকল হাসপাতাল থেকে শিশুটি করোনা সংক্রমিত হতে পারে ধারণা করে আরএমও বলেন, বিকেলে হবিগঞ্জ থেকে ফোন করে জানানো হয় করোনা পজিটিভ একটি শিশুকে সিলেটের প্রেরণ করা হচ্ছে। পরে সন্ধ্যার দিকে শিশুটি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পৌঁছার কিছুক্ষণ পরই মারা যায়।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, শিশুটির মরদেহ সংক্রমণ বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com