সংবাদ শিরোনাম :
কম্বোডিয়ায় প্রশ্নবিদ্ধ নির্বাচন, সব আসন ক্ষমতাসীন দলের!

কম্বোডিয়ায় প্রশ্নবিদ্ধ নির্বাচন, সব আসন ক্ষমতাসীন দলের!

কম্বোডিয়ায় প্রশ্নবিদ্ধ নির্বাচন, সব আসন ক্ষমতাসীন দলের!

আন্তর্জাতিক ডেস্ক : কম্বোডিয়ার সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে দেশটির ক্ষমতাসীন দল কম্বোডিয়ান পিপলস পার্টি। প্রশ্নবিদ্ধ এ নির্বাচনের মাধ্যমে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকার পথ সুগম হলো তিন দশকেরও বেশি সময় ধরে ক্ষমতাসীন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী হুন সেনের। খবর এপির।
গত বছর কম্বোডিয়ার প্রধান বিরোধী দল ন্যাশনাল রেসকিউ পার্টিকে বিলুপ্ত ঘোষণা করে সেদেশের সুপ্রিম কোর্ট। এ রায়টি রাজনৈতিক বলে অভিযোগ রয়েছে।
কম্বোডিয়ার সরকারের খিও কানহারিথ জানান, ১২৫টি আসনের সবক’টিতেই কম্বোডিয়ান পিপলস পার্টি জয় পেয়েছে। দলটি ভোট পেয়েছে ৭০ ভাগ।
প্রধান বিরোধী দল না থাকলেও নির্বাচনে ২০টি দল অংশ নিয়েছিল। তবে দেশজুড়ে বল প্রয়োগের অভিযোগ করেছেন দেশি-বিদেশি পর্যবেক্ষকরা।
নির্বাচনের আগে জনগণকে ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানায়, বিরোধী দল ন্যাশনাল রেসকিউ পার্টি।
এ নির্বাচন বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছে হোয়াইট হাউজ। কম্বোডিয়ার ওপর ভিসা নিয়ন্ত্রণ আরও কঠোর করারও ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com