লোকালয় ২৪

ওয়াসার পানি বোতলে ভরে বিক্রি, ১০ জনের জেল

ওয়াসার পানি বোতলে ভরে বিক্রি, ১০ জনের জেল

ক্রাইম ডেস্কঃ অপরিশোধিত পানি বোতলজাত করে ফিল্টার পানি হিসেবে বাজারজাত করার দায়ে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানাও আদায় করা হয়।

মঙ্গলবার (০৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর তেজগাঁও এলাকার ৭টি প্রতিষ্ঠানে র‌্যাব-২ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

তিনি বলেন, প্রতিষ্ঠানগুলো ওয়াসার লাইন থেকে পানি সরাসরি বোতলজাত করে বাজারজাত করে আসছিল। ফিল্টারিংয়ের মেশিন থাকলেও বেশিরভাগই ছিলো অকেজো। এসব অপরাধে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় এবং প্রতিষ্ঠানগুলো থেকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ সময় ২ হাজার ২শ’ পানির জার ধ্বংস এবং ৬টি প্রতিষ্ঠান সিলগালা করা হয় বলেও জানান সারোয়ার আলম।