ক্রাইম ডেস্কঃ ‘আমার মেয়ে ফাতেমা বেগম কীভাবে মরল? তা আমি জানি না। আমার মেয়েকে মেরেছে জামাই সোহাগ দফতরি, কিন্তু বলতে হচ্ছে- মেয়ে আত্মহত্যা করেছে। আমার মেয়ে হত্যার বিচার আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। তিনিই এর সঠিক বিচার করবেন।’
সোমবার সকালে অভয়নগর উপজেলায় ধোপাদি গ্রামের দফতরিপাড়ায় নিহত ফাতেমা বেগমের বাবা কওছার মোল্যা এ অভিযোগ করেন।
কওছার মোল্যা বলেন, ওরা আমার মেয়েকে মেরে বলছে আত্মহত্যা।
জানা যায়, অভয়নগর উপজেলায় ধোপাদি গ্রামে গৃহবধূ ফাতেমা বেগমের রহস্যজনক মৃত্যু হয়। অভয়নগর থানা পুলিশ সকালে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে গৃহবধূর স্বামীর বাড়ির লোকেরা জানান, গৃহবধূ ফাতেমা বেগম পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে থানার ওসি (তদন্ত) মো. রকিবুজ্জামান জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।