লোকালয় ডেস্কঃ একাদশ সংসদ নির্বাচনে সারাদেশে আওয়ামী লীগের জয়জয়কারের বিপরীতে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা জয়ের দেখা পেয়েছেন কেবল সাতটি আসনে।
‘ভোট বিপ্লবের’ ডাক দিয়ে নির্বাচনে আসা এই জোটের বড় শরিক বিএনপির প্রার্থীরা বিজয় হয়েছেন পাঁচটি আসনে। আর কামাল হোসেনের দল গণফোরাম দুটি আসনে জিতেছে।
রোববারের নির্বাচনে ২৫৯টি আসন পাওয়া আওয়ামী লীগ নিরঙ্কুশ জয়ে টানা তৃতীয়বারের মত সরকার গঠন করতে যাচ্ছে।
ঐক্যফ্রন্টের প্রার্থীদের মধ্যে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৭ হাজার ২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর পেয়েছেন ৪০ হাজার ৩৬২ ভোট।
এ আসনে বিএনপির মূল প্রার্থী ছিলেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি দুর্নীতি মামলায় সাজা নিয়ে কারাগারে থাকায় বিকল্প প্রার্থী হয়েছিলেন ফখরুল।
ফখরুলের ধানের শীষ বগুড়ায় জয় পেলেও তার নিজের এলাকা ঠাকুরগাঁও-১ আসনে নৌকার কাছে হেরে গেছে। ওই আসনে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেন।
বগুড়া-৪ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী মোশারফ হোসেন ধানের শীষে পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৫৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদের রেজাউল করিম তানসেন নৌকা মার্কায় ৮৬ হাজার ৪৮ ভোট পেয়েছেন।
ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী জাহিদুর রহমান ৮৭ হাজার ১৬৫ ভোট পেয়ে হারিয়েছেন স্বতন্ত্র হিসেবে মোটরগাড়ি প্রতীকে নির্বাচন করা আওয়ামী লীগের বিদ্রোহী ইমদাদুল হককে। ইমদাদুল পেয়েছেন ৮৪ হাজার ১০৯ ভোট।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ধানের বিএনপির আমিনুল ইসলাম ১ লাখ ৭৫ হাজার ৪৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী জিয়াউর রহমান পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৯৫২ ভোট।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির হারুনুর রশিদ জয়ী হয়েছেন বর্তমান এমপি আওয়ামী লীগের আবদুল ওদুদকে হারিয়ে। হারুনের ধানের শীষে পড়েছে ১ লাখ ৩৩ হাজার ৬৬১ ভোট; অন্যদিকে নৌকায় ওদুদ পেয়েছেন ৮৫ হাজার ৯৩৮ ভোট।
মৌলভীবাজার-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর ধানের শীষ প্রতীকে ৭৯ হাজার ৭৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকে বিকল্প ধারার এম এম শাহীন পেয়েছেন ৭৭ হাজার ১৭০ ভোট।
সিলেট-২ আসনে গণফোরামের মুকাব্বির খান দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে জয়ী হয়েছেন ৬৯ হাজার ৪২০ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান ৩০ হাজার ৪৪৯ ভোট পেয়েছেন ।